আসছে ঈদ। যাবেন গ্রামের বাড়ি। অথচ বাসা/ অফিসের মুল্যবান জিনিসপত্র নিয়ে ভুগছেন দুশ্চিন্তায়।
আপনার সেই দুশ্চিন্তাকেই লাঘব করতে আমরা চলে এসেছি সিসিটিভি সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান নিয়ে। আমাদের অনেকের বাসা/অফিসেই সিসিটিভি থাকা সত্ত্বেও সঠিকভাবে মেইন্টেনেইন্সের অভাবে নস্ট হয়ে যায়। আবার এসব ডিভাইস নষ্ট হয়ে গেলে ঠিক করে দেয়ার মতাে ইঞ্জিনিয়ারও সহজলভ্য নয়। তাই সিসিটিভি সার্ভিসিং নিয়েও আমরা দিচ্ছি সমান গুরুত্ব। যদি আপনার সিসিটিভিতে সমস্যা হয়ে থাকে আমাদের সাথে যােগাযােগ করুন।
.jpeg)