নিনা আফরিন, পটুয়াখালী : পটুয়াখালীতে রাজনৈতিক সৌহার্দ্যের সংস্কৃতি এগিয়ে নেয়ার পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন : মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে যখম
শুক্রবার সকালে মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের আয়োজন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এবং ইউকেএইডের সহযোগিতায় শহরের পাশা ট্রেনিং ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ডেমক্রেসি ইন্টারন্যাশনাল বরিশাল বিভাগের উপপরিচালক হাফিজুর রহমান দিপুর সঞ্চালনায় কর্মশালায় অতিথি ছিলেন জাতীয় পার্টি পটুয়াখালী জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম প্রিন্স, জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সভানেত্রী অধ্যাপিকা লায়লা ইয়াসমিন। কর্মশালায় বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীগণ অংশগ্রহন করেন।
আরও পড়ুন : বৃদ্ধার পা দ্বিখন্ডিত করল প্রতিবেশী
এসময় রাজনৈতিক সৌহার্দ্যের চ্যালেঞ্জ ও তা মোকাবেলায় করণীয় নির্ধারণ করে আগামী এক বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
সান নিউজ/এমআর
http://dlvr.it/SyflyB