শ্রমিকদের সাথে একাত্মতা ঘোষণা বিএনপির



নিজস্ব প্রতিনিধি: বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে বিএনপি।

আরও পড়ুন: রোববার থেকে ২ দিন অবরোধের ঘোষণা

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

রিজভী বলেন, শ্রমিকরা যে দাবিতে আন্দোলন করছে, সে দাবির সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাত্মতা প্রকাশ করেছেন। কারণ তাদের আহার কেড়ে নেয়া হচ্ছে।


বর্তমান খাদ্য পণ্যের দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। তাদের বেতন হচ্ছে মাত্র ৮০০০ টাকা। এ বেতন দিয়ে ২/৩ বছর আগে যে জিনিস কেনা যেত, এখন তার অর্ধেকও কেনা যায় না।

সারা দেশের মানুষকে ক্ষুধার্ত রেখে, নিপীড়ন করে, শোষণ করে পদ্মাসেতু, মেট্রোরেল বানাচ্ছে সরকার। কিন্তু ক্ষুধায় কাতরাচ্ছে শ্রমিকরা।


এ সময় শ্রমিকদের দাবি ন্যায্য উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের এ আন্দোলনে গুলি চালানো হয়েছে। মানুষের রুটি-রুজির আন্দোলন কখনো ব্যর্থ হয়নি।